তোমার আমার শহর – সজল

তোমার আমার শহর – সজল গরাঁই

তোমার শহরে মুক্ত আকাশ,
রামধনু রঙ আঁকা।
আমার শহরটা এখনো প্রর্যন্ত,
কালো মেঘেই ঢাকা।
আছে নিশ্চই সাফল্য সূর্য,
কালো মেঘেরও শহরে।
খারাপ সময় ভালোর চেয়েও,
কী শ্রেষ্ট হতে পারে ?
যতটা সামলানোর চেষ্টা করি,
ততটাই পরিস্থিতি ঘেঁটে যাই।
সাফল্যের খোঁজ বৃথা থাকে,
শুধু বিষন্নতাকেই কাছে পাই।
জানিনা ভাগ্যে কী লিখা ?
স্বপ্ন গুচ্ছকে পাবো নাকি হারাবো ?
তবুও চেষ্টা করছি, চেষ্টা করবো
শেষটাকে ঠিক সুন্দর করবো।
অতীশয় চেষ্টা, বিনিদ্র রজনী,
স্বপ্ন বুনা জাগ্রত হৃদয়।
তাদের সকলকে সঙ্গে নিয়ে,
নিশ্চই করবো রাজ্য জয়
তবুও শরীরটা কেঁপে উঠে,
শঙ্কার পেছনে মনখানা চোটে।
আলমারির স্বপ্নের স্তরের থেকে,
রইবো নাতো আমিই বেঁটে।
শত শত মুখে শত শত কথা,
একা আর কতটা শুনবো।
যতটা পারি নিজের হাতে,
নিজের স্বপ্নের শহর গড়ব।
তোমার চারিপাশটা সর্ব শ্রেষ্ট,
শহরটা তোমার স্বর্গ।
আমার কাছে যেটুকু আছে,
সেটাকে আঁকড়েই গর্ব।।

Please rate this Post

No ratings yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *