বসন্ত – সজল গরাঁই

ঠোঁটের কোনে আলতো হাসি,
চোখদুটো আমোদে টলমলে |
আমার আঙিনায় আবার ফিরে,
বসন্ত এলো বলে |
গাছের ডালে আবারো সেই,
প্রিয় কোকিলের বাসা |
পথের পাশের ক্ষেত্রগুলো,
পলাশ ফুলে ঠাসা |
বসন্ত হলো উদাস বাউলের-
ছন্দ ফিরে পাওয়া |
বসন্ত হলো কৃষ্ণচুড়ার নিচে,
অধিশ্রয় খুঁজে নেওয়া |
আজকে শুধু আঙিনা জুড়ে,
পলাশ ফুলের ঘ্রান |
ছাউনির ডগায় বসে থাকা,
কোকিলের মত্ত কুহুতান |
চারিদিকে আজ ছড়িয়ে গেছে,
বলিষ্ট বসন্তের নেশা |
মনের নিবাশে ফুটে উঠছে,
সৃষ্টির নব ভালোবাসা |
দোলের সকালে যেথায় থেকো,
সামনে যেন পাই!
নিজের হাতে তোমার সাথে,
আবীর খেলতে চাই!
প্রিয় বসন্তের প্রিয় বেলায়,
মনে প্রেম জাগে |
তাই আজকে লিখছি বসে,
তোমায় মনের অনুরাগে |

Please rate this Post

5/5 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *