চিঠি - সজল গরাঁই - MeghPori

চিঠি – সজল গরাঁই

একটা চিঠি ভেবেছিলাম দিয়ে আসব-
লাল পোষ্ট বক্সের ওখানে।
অবশেষে সেটা জায়গা পেলো,
কালো ডাস্টবিনের কোনে।
চিঠি খানা লিখার জন্য কালকের
পুরো রাতটা জেগেছি।
শব্দকোষ ঘেঁটে ঘেঁটে, শব্দ এনেছি
তোমার উপমাই রেখেছি।
পুরো চিঠিটা যত্ন করে,
সাজিয়েছি নিজ হাতে।
যেরম ভাবে ফুল তুলে,
পূজারী মালা গাঁথে।
চিঠিটা দিতে অপেক্ষায় ছিলাম,
প্রিয় রাস্তার এক পাড়ে।
হাঁটতে হাঁটতে দেখা পেলাম,
তোমায় ওই রাস্তারই ধারে।
অন্যের সাথে তখন তুমি,
বেজায় সুখে ছিলে।
তাকে নজর দেওয়ার জন্য,
আমায় উপেক্ষা করে গেলে।
বায়ু এসে তোমার কারচুপি,
কানে কানে বলে গেল।
চক্ষু পলকে জল জমলো,
সময়টা যেন থেমে এলো।
আজকে তোমার মর্ম খানা,
আমার কাছে পরিষ্কার।
আমার তরফে তোমার জন্য,
শ্রেষ্ঠ অভিনেত্রীর উপহার।
প্রিয় বেলায় রঙের মেলায়,
খুঁজেই শুধু যাই।
সব ভুলে আবারো যদি,
একটি বারেও পাই।
বলবো সেদিন গল্প আমার,
রূপকথা নয় সত্যি।
ধ্রুবক আকাশ যেমন আছে,
যেমন মেঘ আর বৃষ্টি।
একটা চিঠি ভেবেছিলাম দিয়ে আসব-
লাল পোষ্ট বক্সের ওখানে।
অবশেষে সেটা জায়গা পেলো,
কালো ডাস্টবিনের কোনে।

Please rate this Post

No ratings yet.

Comments are closed.