ম্যাচুরিটি - MeghPori

ম্যাচুরিটি

                                        ম্যাচুরিটি                                –  পর্না সরকার

ম্যাচুরিটি কী বয়স বৃদ্ধির

সাথে সাথে ঘটে

না একটা মানুষ ম্যাচিউর

হয়ে ওঠে বয়স বাড়ার সাথে সাথে

আসলে,

পরিস্থিতি একটা মানুষকে অনেকটা

ম্যাচিউর করে দেয়।।

যেটা একটা সীমিত বয়সের ওপর নির্ভর করে

না বা একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ নয়

হয়তো একটা মানুষ পরিস্থিতির চাপে পড়ে

ম্যাচিউর হয়ে যায়……

সময়ের পরিমাপ করতে শেখে,হিসাবী লেনদেনকরতে শেখে, মানুষকে চিনতে শেখে, দুনিয়ার পরিস্থিতি

বুঝতে শেখে, সময়ের ব্যবধান সাথে বাস্তব সম্পর্কে

ধারণা পায়,

দূর্বল মানুষটাও একটা সময় দাঁড়িয়ে শক্ত হয়ে যায়

আবার আঘাত পাওয়া মানুষটাও

লক্ষ্য স্থির রেখে পথ চলতে শিখে যায়

এটাই ম্যাচুরিটি।।

একটা সরল সাধারণ অবুঝ মানুষওআঘাতপেলে

তার আশেপাশের মানুষগুলোকে চিনতে শেখে

ঠিক ভূমিকম্প- বন্যা হলে বোঝা যায় পরিবেশের কত ক্ষমতা।

ঠিক তেমনি একটা মানুষ ম্যাচিউর হয়ে ওঠে

যখন সে সময় আর পরিস্থিতির মধ্যে পার্থক্য করতে

শেখে, সময়ের ব্যবধান করতে শেখে

আর আঘাত পেলে আশেপাশে থাকা স্বার্থনেষী

মানুষগুলোকে চিনতে শেখে।।

মানুষ হচ্ছে প্রয়োজনের সঙ্গী

অর্থাৎ তার প্রয়োজনে চিরবন্ধু

আর তার প্রয়োজনে শেষে দিনে চিরশত্রু

অর্থাৎ সহজ হিসাবের মতো যতটুকু লেন দেবে

ততটুকুই তার থেকে আশা করো।।

এটাই হলো দুনিয়ার কঠিন বাস্তব নিয়ম।।

অর্থাৎ একটা ছোট্ট আঘাত মানুষকে

অনেকটা ম্যাচিউর করে দেয়।।

 

এইভাবেই হয়তো একটা মানুষ ম্যাচিউর হয়ে ওঠে

যেটা বয়সের পরিকাঠামোর ওপর নির্ভরশীল নয়

সময় মানুষকে অনেকটা ম্যাচিউর করে দেয়

এবং সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় । ।

 

Please rate this Post

5/5 (4)

Comments are closed.