শীতকাল - অঙ্কিতা - MeghPori

শীতকাল – অঙ্কিতা

শীতকাল - অঙ্কিতা Meghpori

ক্রমশ কমছে দিনের অবসর বাড়ছে রাত্রি,
ক্যালেন্ডার বলছে আমরা শীতকালের যাত্রী।

চারিদিকে কেমন যেন পরীক্ষা পরীক্ষা হাওয়া
ভুল হলেই বন্ধ হবে পছন্দের জিনিস পাওয়া।

এই কয়েকটা দিন কষ্ট করে কাটাতে পারলে
ডিসেম্বরে চলবে আনন্দ-মজা, পরীক্ষা কাটলেই।

শীতকাল মানে বেড়ানো, পিকনিক আর সিনেমা,
তারই মাঝে ছোট হয় গেলবারের গরমের জামা।

Please rate this Post

5/5 (1)

Comments are closed.