নারীশক্তি – প্রিয়াঙ্কা হেঁস
ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
জাগরিত হও— জাগরিত হও— জাগরিত হও—
হে অপরাজেয় নারী শক্তি!
সর্বশক্তি দিয়ে করেছিলে তুমি শুম্ভ-নিশুম্ভকে বধ্
কোথায় ছিল তখন পুরুষের ক্ষমতা?
তাহলে আজ কেন,
তোমাকে নির্যাতিত হতে হয় প্রতি ঘরে ঘরে …?
তাহলে কেন মুর্ছিতা হতে হয়
মাতাল স্বামীদের আঘাতে…?
হে মহামানবী ! তোমরা জাগরিত হও…
দুমড়ে মুছে যাওয়া দগ্ধ বিদগ্ধ বুক থেকে জ্বলে উঠুক
প্রতিশোধের দুর্নিবার আগুন।
নিপীড়িত, নির্যাতিত মায়েদের পাশে এসে দাঁড়াও…
তুলে দাও প্রতিবাদের অস্ত্র –
দীক্ষিত করো স্বাধীন হওয়ার মন্ত্রে…।
পুরুষ শাসিত সমাজের মাথা তুলে দাঁড়াও —
ভিখারিকে ভিক্ষা দাও —
অভুক্তদের মুখে অন্ন তুলে দাও —
অনাথ শিশুর মুখে হাসি ফোটাও —
ইঁটের বদলে পাটকেল মারো —
তুমি পারবে! তুমি না—রী শক্তি।
জাগরিত হও, প্রস্ফুটিত হও, উদ্যোগী হও,
ঘরে ঘরে গিয়ে উঠুক নারীশক্তির জয়ধ্বনী
বেজে উঠুক শুভ্র শঙ্খ —
হে নারী ! তুমি জেগে ওঠো, জেগে ওঠো —
সুবিচার প্রাপ্তির আশায়।
জেগে ওঠো, — কেবল তোমার জন্য নয়,
জেগে ওঠো – অশ্রু বিগলিত মায়েদের জন্য।
হে নারী ! তুমি জেগে ওঠো !
ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা।
নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ।।
বর্ণ সংস্থান: অনিকেত