হুজুগে বাঙালি - MeghPori

হুজুগে বাঙালি

হুজুগে বাঙালি Meghpori
দাদা আমার সাদা মনে নেই একটুকুও কালি,
আমি দাদা সাধারণ এক হুজুগে বাঙালি।
যখন যেটার দর ওঠে উচ্চ লেভেলে,
তাতেই মাতি সকলে তালে তাল মিলিয়ে।
এমনিতে আমার সব বিষয়ে জ্ঞান আছে কিঞ্চিৎ,
এই যেমন, ঠিক ভোটের আগে আমি রাজনীতিবিদ।
কোন খেলোয়াড় কি খেলে তা নাই বা সঠিক জানি,
আই.পি.এল-এর সময় দাদা আমি ক্রিকেট প্রেমী।
সারা বছর শহীদের জন্য নেই একটুও শোক,
তবু ১৫ই আগস্টে জেগে ওঠে আমার দেশাত্মবোধ।
চায়ের কাপে ঝড় তুলে দেই, নারী-সমাজ-দেশ,
দাদা আমি হুজুগে বাঙালি, বক্তৃতা দিতে পারি বেশ।
জানি তুমি বিদ্রুপ শানাও, পেছনে দাও গালি,
সত্যি বলো তো তুমিও কি নও আমার মতো হুজুগে বাঙালি ?

Please rate this Post

5/5 (6)

Comments are closed.