অ-সভ্যতা – জলফড়িং

অ-সভ্যতা - জলফড়িং Meghpori

অ-সভ্যতা জলফড়িং

নাম সেতো ছিলো বটে, ভুলে গেছি আজ তা
সভ্য মানুষ হবে কেমনে তা দেখে যা —

কৃষকের ফেলে আসা ঘামের প্রতিটায়,
জেগে থাকে আশা তার চাল হয়ে ফোটবার।
পড়ে যাওয়া ধানগুলো খুঁটে খুঁটে খোঁজে সে
ঘরে বসে ভাত খাবো আরামের সোকেশে!
ধুয়ে নেয় চোখমুখ রোদের তাপে-তে,
তুমি আজও জল খোঁজো দোকানের ফ্রিজেতে।

পৃথিবীটা ঘুরছে সাথে সাথে আমরাও,
মাঝে মাঝে একটুকু দুষ্টুমি করি যে।

পুরনো যা ছিলো সব বদলেছি অনেকটাই,
বাকি আছে আ্যমাজন শুধু একটু সময় চাই।
তারপরে জলবায়ু আবহাওয়া পৃথিবীর
সবই তো দখল হবে মানুষের ক্ষমতায়,
দেখি কেমন নেমে এসে দেবতারা আটকায়?
ঢাল তরোয়াল সব ফেলে দিয়ে পালাবে
যদি দেখে পরমানু বোমা আছে আমাদের।

হেরে গেছে আমাদের শকুনি মামা-টাও
রাজনীতি ছেড়েছে আমাদের চালেতে।
যদিও এসব বলে আর কোন লাভ নেই,
ধড় গেলে কি রবে এইটাই চিন্তা
কালিটাও শেষ হলো এই ফাঁকে ইতিটাও।

Please rate this Post

4/5 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *