ফেব্রুয়ারী – সজল গরাঁই

ফেব্রুয়ারী - সজল গরাঁই Meghpori

ফেব্রুয়ারী – সজল গরাঁই

তুমিই স্বপ্ন, তুমিই রাত জাগা
তুমিই গোলাপ গোলাপি –
তুমিই হাত ধরা, তুমিই হেঁটে চলা
তুমিই বেজায় বিলাসী।
তুমিই রূপকথা, তুমিই রূপকথার পরী
পুরো শহরটা তোমাকে নিয়ে, বেজায় আড়ম্বরী।

তুমি মানে দিন গোনা,
তুমি মনে স্বপ্ন বোনা।
তোমার অপেক্ষায় কাটানো দিন –
যেন একটা যুগ অন্তহীন।

ফেব্রুয়ারী মনে আবেগ প্রবল,
ব্যস্ত পাড়ার গলি।
ফেব্রুয়ারী মানে অনুভূতি,
রোমান্টিক সব কথা গুলি।
ফেব্রুয়ারী মানে ঠোঁটের কোনে,
মুচকি মুচকি হাসা।
ফেব্রুয়ারী মানে আরম্ভ পর্বের,
কত নতুন ভালোবাসা।
ফেব্রুয়ারী মনে চোখের কাজল,
ফেব্রুয়ারী মানে হস্ত যুগল।

তুমি মানে, ছোট্ট সেই দুস্টু মিষ্টি আড়ি,
তুমি মানে রাগ ভাঙানো, উপহারের ছড়াছড়ি।
তুমি মানে ট্যাগ করা,
প্রিয় প্রেমের গানে।
তুমি মানে আনন্দ, আল্হাদ
ক্ষুদ্র সেই প্রাণে।
তুমি মানে বুস্টার ডোজ,
তোমাকে জুড়ে রোজ আর প্রপোজ।
তুমি মানে চকলেট আর টেডি,

প্রিয় মানুষের একটা ফোনেই, দৌড়ে পৌঁছতে রাজি।
তুমি মানে প্রমিস, হাগ, কিস
তুমি মানে মিস থেকে মিসিস্।

তুমি কি শুধুই সুখের উপহার?
কত জনের কাছে তুমি
ভেজা চোখের মস্ত বাহার।

তোমাকে নিয়ে হীনমনস্কতা,
তোমাকে জুড়ে বিষন্নতা।
কারো কাছে হয়তো তুমি মিষ্টি সকাল,
কিন্তু কারো কাছে তুমি নিস্তব্ধ বিকাল।
তারা তোমার অপেক্ষা করে না,
তারা তোমাকে নিয়ে আক্ষেপ করে।
তোমাকে পাশে আসতে দেখে,
তাদের নিজেকে একা লাগে।
কারো কাছে ফেব্রুয়ারী মানে –
শূন্য ট্যাগ লিস্ট।
কারো কাছে ফেব্রুয়ারী মানে –
” একটু বাঁচতে দিস “।
একাকী তার অষ্টপ্রহর,
নির্জন তার চ্যাটের শহর

চোখ বন্ধ করে কাটিয়ে দিবো,
একটা আস্ত মাস।
তুই ধরে প্রিয়জনের হাত,
না হয় যেথা খুশি চলে যাস।
চিন্তা নেই কাটিয়ে দিবো,
পুরো মাসটা বদ্ধ ঘরে।
কারণ, আমার মানুষটিও থাকবে,
ফেব্রুয়ারীর ওই তীক্ষ্ণ ভিড়ে।

Please rate this Post

5/5 (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *