রাত্রি একটা বেজে দশ - সজল - MeghPori

রাত্রি একটা বেজে দশ – সজল

রাত্রি একটা বেজে দশ - সজল Meghpori

রাত্রি একটা বেজে দশ – সজল গরাঁই

রাত্রি ‘একটা বেজে দশ’,
দোতালার ছাদের আলোটা এখনো জলছে
শান্ত, শুদ্ধ ঘুমের সাথে, মনখারাপের লড়াইটা
যেন এখনো ঠিক সন্ধের মতোই চলছে
ছাদের চারিপাশের অন্ধকারটা
এখন সর্বোচ্চ গাঢ়, আকাশে তারার সারি,
ক্লান্ত চোখের ভাজ নিয়ে,
আমি, চাঁদের সাথে গল্প করি
বসে আছি একা, হাতে একটা ডাইরি
কানে হেডফোন,আর হেডফোনে প্রিয় গান –
আমার নিস্তব্ধ রুক্ষ দেশে,
আজ তোমাকে ভুলে যাওয়ার টান।

রাত্রি ‘একটা বেজে দশ’
আমি আমার নীরব দেশে
আমি বিরক্ত, তোমার মিথ্যে ভঙিতা দেখে
তুমি মত্ত, তোমার রং বদলানোর বেশে।
আমি ফিরছি শহরে শহরে, এপার থেকে ওপারে-
কিনছি হাসি, কিনছি স্বপ্ন, প্রতি ক্লান্ত প্রহরে,
আমি নিশ্চিত, আমি একলা রবো
তোমার স্বপ্নের থেকে শ্রেষ্ঠ হবো!
ছন্দকে আঁকড়ে ধরে, এবার বাঁচতে চাই
অকারণেও মনে করেছি তোমায়, এবার ভুলতে চাই।

সবটা ভুলে হাসতে থাকা
এটাই যদি মন্ত্ৰ;
আমাকে আমি রাখলে কোই ?
আমি তোমার, মন ভোলানো যন্ত্র।
তোমার চত্বরটা রঙিন আলোতে ভরা
আমার চত্বরে আলো হারানো জোনাকি,
আমিতো সবটা লিখেই ফেললাম
কিন্তু, আদৌ ভাবার্থ বুঝতে পারলে কি?

Please rate this Post

5/5 (4)

Comments are closed.