ছোট্ট ফুল - বিশ্বজিৎ সেন - MeghPori

ছোট্ট ফুল – বিশ্বজিৎ সেন

ছোট্ট ফুল - বিশ্বজিৎ সেন Meghpori

ছোট্ট ফুল – বিশ্বজিৎ সেন

তোমার রূপে মুগ্ধ আমি তাকাই বার বার,
ওই দেখনা ছোট্ট ফুল করেছে আবদার।।
কথার উপর কত কথা হচ্ছে সারাদিন,
ফুলটির দিকে তাকিয়ে তুমি করছো ঘিন ঘিন?
সবার মাঝে সেও আছে তাকিয়ে তোমার দিকে,
ইচ্ছে হয় না যত্ন করতে ছোট্ট ফুলটাকে?

কত ঋতু এলো গেল রং লাগালো মনে,
ছোট্ট ফুলটি লুটিয়ে পড়ল ধরিত্রী মায়ের কোলে।।
দিনের শেষে তুমি হলে আমার প্রিয়জন,
ছোট্ট ফুলটি শিখিয়ে গেল যত্নে রেখো সর্বক্ষণ।।

Please rate this Post

5/5 (1)

Comments are closed.