ভিত্তিহীন – অভয়

Vittihin-Abhay-Das-Meghpori bangla Kobita
মস্ত দোষ ! মস্ত দোষ ! মস্ত বড়ো অন্যায় !
সামান্য চাকরি, চুরি হয়েছে বলে ওরা আন্দোলন করতে চায়!
তোরাই তো বাপু ভোট দিয়ে এনেছিস সরকারে,
এখন এইটুকু দুর্নীতি তোদের সহ্য হয় না রে!
পড়া-লেখা শিখে চাকরি করবি, কে ঢুকিয়েছে এই ভূত ?
বরং পার্টির ঝান্ডা কাঁধে তুলে কর্ সাধারণ মানুষকে লুঠ।
ঐ পাড়াতে, ঐ যে দেখ না, আমার দলের লোকটা,
অন্যের বাড়ি-জমির সমস্যা দেখলেই ওর চিকচিক করে ওঠে চোখটা।
ঐ যে ওরা বসেছে ধর্নায়, ডি.এ. নাকি পায় না
অল্পতে পোষায় না ওদের, আরও চাই বায়না।
খেলা আছে মেলা আছে, দান-খয়রাতি ক্লাবে,
এর পরেও সরকার কীভাবে ডি.এ.-র খরচ মেটাবে ?
বিক্ষোভ দেখাবে, আন্দোলন করবে, এসব কি আর মেনে নেবো
পার্টির ক্যাডার, উর্দিধারী, সরকারি দাওয়াই দেবো।
আইন-কানুন আমরাই সব, থানা তো শুধু নামে
বিচারের শিরদাঁড়া নুইয়ে পড়ে মোটা টাকার ভারে।
তাছাড়া তুই গরিব, তুই খামোখা কেনো আওয়াজ তুলছিস ভাই?
বুঝেছি, তোরও দরকার সংশোধনাগারের শূন্যস্থানে ঠাঁই।
এই ছেলেগুলো ভীষণ পাজি, খালি এটা-ওটা লেখে
কেনো রে বাপু, তোর মায়ের একাউন্টেও তো মাসে পাঁচশ করে ঢোকে।
লিখবি যখন লেখ না তবে ভালো গুণের কথা
খারাপ ছাড়া তোদের কাছে নেই কি ভালোর ডাটা!
সব দেখবি চুপ থাকবি, একদম পুরো ঠান্ডা
নইলে কিন্তু মিথ্যা মামলা, সঙ্গে পুলিশের ডান্ডা।

Please rate this Post

5/5 (3)
  • “দড়ি ধরে মারো টান
    রাজা হবে খান খান”🔥✨️

    Gobinda Gorai April 14, 2023 10:09 am Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *