স্বপ্ন - সুরজিৎ - MeghPori

স্বপ্ন – সুরজিৎ

স্বপ্ন - সুরজিৎ Meghpori

স্বপ্নের এই পৃথিবীতে, স্বপ্ন দেখা সবার সাজে।

কেউ জাগে রাত, পূরণের জন্য।

কেউ ঘুমায় দেখার জন্য।

তোমার, আমার, সবার গন্তব্য এক শ্মশান নইতো কবরে।

তবু স্বপ্ন দেখি রোজ, জীবনটাকে উপভোগ করার ।

তবু স্বপ্ন দেখি রোজ , বাবা-মার মুখে হাসি ফুটানোর ।

তবু স্বপ্ন দেখি রোজ, ভালোবাসার মানুষটিকে খুশি করার ।

তবু স্বপ্ন দেখি রোজ, সমাজের বুকে শোষিত, বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর ।

Please rate this Post

5/5 (2)

Comments are closed.