রক্তের দাগটা আজও জ্বলন্ত - সজল - MeghPori

রক্তের দাগটা আজও জ্বলন্ত – সজল

রক্তের দাগটা আজও জ্বলন্ত - সজল Meghpori

রাস্তাই রক্তের দাগটা আজও জ্বলন্তসজল গরাঁই

রাস্তাই রক্তের দাগটা আজও জ্বলন্ত
জানিনা রবে,সাময়িক নাকি অনন্ত?

রাস্তাই রক্তের দাগটা আজও জ্বলন্ত
এতকিছুর পরেও যেন রাস্তাটা অতৃপ্ত
যেন এখনো হা….. করে আছে
ধূলিসাত করবে, যদি পাই হস্ত কাছে
সে আজও যেন, রক্ত ক্ষুধাই ক্ষুধার্থ
রক্ত তৃষ্ণা, যেন তার অন্তহীন ভাবার্থ
তীক্ষ্ণ কাটারির ন্যায়, তীক্ষ্ণ তার হাতিয়ার
হিংশ্র নেকড়ের ন্যায়, বৃধ্বংসী তার ব্যবহার।

সেই অন্তহীন কান্না, অঝোরে ঝরা যন্ত্রনা
তবুও নিভে যাইনি, তার রক্ত তৃষ্ণা
জানিনি আর কতখানি রক্ত চাই তার
আর কতখানি মায়ের, কোল করবে উজার
রাস্তাটা যেন আজও জ্যান্ত
তার রক্ত ক্ষুধা, রইবে অনন্ত।।

Please rate this Post

5/5 (3)

Comments are closed.