::: নীরব পৃথিবী :::

যদি পৃথিবী তুমি হয় রঙীন স্বপ্ন…..

   দেখিবারে দেখিতে চাই ;

কোথা হতে এলে তুমি, 

   আমার নিরবতায়। 

 

     যদি হয় আকাশ তুমি, 

মেঘলা তবে কেনো ;

 সূর্যটা হাসে,পুড়াবে আমায়

পৃথিবী তুমি স্বার্থপর,

 মাখাবে কিরন নিজেকে 

 আমি জ্বলিব,তোমারও মনেরও মাঝে। 

ক্ষত হবো নাকো,দিলেই আগুন । 

  পৃথিবী তুমি সৃষ্টি করেছ আমায়,

পারবেনা রংমশালের মতো পুড়াতে;

  সূর্যের ওই মলিন কেশ।

Please rate this Post

5/5 (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *