কালবৈশাখী - জলফড়িং - MeghPori

কালবৈশাখী – জলফড়িং

কালবৈশাখী - জলফড়িং Meghpori

ছিঁড়ে ফেলে কবিতার বই
জানালা ছেড়ে ছুটে যাই দরজার দিকে,
বাইরের কালো মেঘ গিলে খায় শহরটাকে
আমি দেখি শঙ্খচিল ওড়ে তার মাঝে।

ঠান্ডা হাওয়ার স্রোত ছুঁয়ে গেলে নিমেষে,
চোখ বুজি ;
তৃপ্তি তো তোর ঠোঁটেরই কামড়ে!
তাই মন দিই মন’টাতে।

হঠাৎ জলের দাগ শরীরে জায়গা নিলে
মনে হয় তোর হাত যেন আমার চিবুক ছুঁয়ে,
ভেঙে পড়ে নরম বালিশের আদরে;
ফের, তুই তছনছ কালবৈশাখী ঝড়ে।

Please rate this Post

No ratings yet.

Comments are closed.