গোল্ডেন ইয়ার ২০২২ – প্রসেনজিৎ রায়

গোল্ডেন ইয়ার ২০২২ - প্রসেনজিৎ রায় Meghpori

আমি, প্রসেনজিৎ রায় ডাকনাম অমিত। আজ ২০২২-এর শেষ দিনে আমি কিছু লেখার মাধ্যমে বছরটিকে তুলে ধরার সুযোগ পেলাম, অসংখ্য় ধন্যবাদ মেঘপরী। আসলে জীবনের ২০টি বছরের মধ্যে এটি ছিল সবথেকে আলাদা, অনেক সাফল্য, জীবনে পারফেক্ট জীবনসঙ্গী পাওয়া থেকে শুরু করে, অনেক ঘুরে বেড়ানো, কলেজে Ranker হওয়া, Competitive কিছু Exam-এ Qualify করা থেকে শুরু আরও কত কিছু, এককথায় সত্যি এই বছরটি আমার কাছে ‘স্বর্ণবছর’ হয়ে ধরা দিসেছে। এই বছরটি আমাকে সফলতার সিঁড়িতে অনেক আগে নিয়ে এসেছে।

আর এমন কারো সাথে সাক্ষাত করিয়ে দিয়েছে সে আমার মনের মতো। মেসেটি খুব ভালো, সেও স্কুলে Topper ছিল তাই হইত তার মনোভাবনা এত সুন্দর। সে আমার যত্ন, সন্মান, ভালোবাসা দেওয়া থেকে শুরু করে জীবনে কী করে আরেও আগে যাওয়া যায় তার পথ দেখাই সবসময়, এমন কাউকে পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হয়। আর তার কারণেই আমি আজ কলেজের Ranker আরও কত কিছু।

আমার বাড়ির ঝামেলা হলে সে আমার মনখারাপ ঠিক করে দেয়, আমিও একই নিশ্চয়। বিভিন্ন সুখ, দুঃখ, কষ্টের সময় পাশে থাকে। জীবনে এমন কাউকে পাঠাবার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভগবানকে। সে আমার Second Love, তাই একটু বেশি ঠিকঠাক সবকিছূ আর আমিও তার Second Love.

সে ভেবেছিল তার জীবন শেষ কিন্তু আমার সাথে আলাপ হওয়ার পর থেকে সেও খুব Happy থাকে, এটা দেখে আমার খুশির সীমানা থাকে না। সে বলেও, “Thank you re.. আমার জীবনে আসার জন্য”। ব্যাস এইসব নিয়ে আমরা দুজন, দুই পরিবার ঠিকঠাক রাখার মাধ্যমে পরস্পরের প্রতি খুব ভালোবাসা, সন্মান, আদর নিয়ে, College Ronker, চাকরির পরীক্ষার ধাপগুলোয় উত্তীর্ণ হতে হতে, বন্ধুর ছোটো Circle নিয়ে মজা করতে করতে বেশ ভালোই আছি। এই বছরটিতে ভগবানের এত সুন্দর উপহারে আমি খুব খুশি তাই এটি আমার কাছে Golden Year..

Please rate this Post

5/5 (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *