ফিরে দেখা ছেলেবেলা – সুমন দত্ত

ফিরে দেখা ছেলেবেলা - সুমন দত্ত Meghpori

ফিরে দেখা ছেলেবেলা সুমন দত্ত

রোজ বিকেলের অভিসন্ধি,
বন্ধুদের সঙ্গে খেলতে যেতে হবে,
তাই ভেবেই হয়তো দুপুর বেলায়
একপ্রকার মনকে দোলা দিতে হবে;

তখন বয়স ছিলো কাঁচা,
ছিলো না কোন আশা
আর প্রত্যেহ দিন কেটে যেত কোন না কোন খুনসুটিতে।

বন্ধুসঙ্গ, আমোদ-প্রমোদ, হই-হুল্লোড়
এসব কিছুই নিয়েই ছিল রঙিন জীবন,
সাথে সাথে বানে ভেসে যাওয়া তরী-র মতো
সন্ধ্যে নেমে আসত সময়ের পলকে,
তখনই মা ডাকত “আয় রে খোকন বাসায় আয়”
সেই বুঝে ছুট্টে যেতাম আমি।

সেই বৈশাখ মাসে কালবৈশাখী-তে আম কুড়ানো-র ধুম,
সবাই মিলে ঝড়-বৃষ্টি-কে উপেক্ষা করে
নিতাম খান দুয়েক মোটা মোটা গাছি আম
সেই সুদুর পথে যাওয়ার ছিল অভিলাষ
যেখানে যাওয়ার ছিল না কোন বাধা-নিষেধ ৷

আজ হয়তো সময় পাল্টিয়েছে,
অনেক নিয়ম পাল্টিয়েছে,
যেখানে যাওয়া হয়-না সেই আম কুড়াতে,
আর যাওয়া হয়-না বিকেলে খেলতে যেতে,
শোনা যায় না মা-এর ডাক
“_আয় রে খোকন বাসায় আয়_”

মনে এখন প্রশ্ন জাগে এই ক্ষনে
এ কি তবে শৈশবের শেষ অধ্যায় নাকি
সময়ের নিছক রসিকতা?
উওর আসে ঠিকই-এ হল ফিরে দেখা ছেলেবেলা,
এতো মন জানে; তবুও আমি জানিনা৷

Please rate this Post

5/5 (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *