একটা ছেলে

                          একটা ছেলে
                                     সজল গরাঁই
একটা ছেলে একা পারে,
বাড়ি ছেড়ে থাকতে |
একটা ছেলে একা পারে,
ভঙ্গুর প্রস্তুরে হাঁটতে |
একটা ছেলে বেজায় পারে,
সবার কথা রাখতে |
পরিবারের দাবির বোঝা,
নিজ ললাটে মাখতে |
একটা ছেলের সহ্য শক্তির,
যেন মশাল জ্বলন্ত |
সব পরিস্থিতিতে মানিয়ে নিবে,
যতদিন রবে জেন্ত |
ছেলে আসলে শুকনো চোখ,
কঠোর হৃদয় যার |
ছেলে আসলে সুদূর প্রসারিত,
অক্ষেত এক পাহাড় |
ছেলে হলে পিঠে ভার,
বয়স আঠেরো হলে |
ছেলেরা যেন কুঁজো হয়েও,
সোজা হাঁটতে পারে |
সব কিছু অনুত্তর মুখে,
যারা সহ্য করতে যানে |
এককথায় বললে , তাদেরইতো সবাই,
ছেলে বলে জানে |
পরিবারের চাহিদা পূর্ণ করে,
নিজ খেয়াল হয় |
শুনছেন ম্যাম, ছেলেদের নীরবতা,
নীরব হয়েও, অনেক কিছু কয় |

Please rate this Post

5/5 (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *